কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -উত্তর কলকাতায় কলেজস্ট্রিটের সংলগ্ন কফি হাউসের সার্ভিস এসোসিয়েশনের সম্পাদক অচিন্ত্য লাহা উদ্যোগে ২৫ তম বর্ষের রক্তদান শিবিরের আয়োজনকরা হয়।কফি হাউসের রক্তদান শিবিরের ফিতে কেটে রক্তদান উৎসবের উদ্বোধন করেন সুরকার সুপর্ণ কান্তি ঘোষ, গায়িকা শ্রাবণী ঘোষ মন্ডল, এছাড়া ছিলেন আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত ছিলেন।
কফি হাউজের ২৫ তম রক্তদান উৎসব

Leave a Reply