কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে পরিধি ছাড়িয়ে পাবলিকেশন একটি সাহিত্য প্রেমী সংস্থার সম্পাদিকা মধুমিতা ধুত, সভাপতি পৃথ্বীরাজ সেন, সহ সম্পাদিকা পৌলমী চক্রবর্তী সহযোগিতায় বেশ কিছু বইয়ে প্রকাশ পায়।বইপ্রেমী লেখকদের সম্মানিত করা হয়।পরিধি ছাড়িয়ে পাবলিকেশন সহযোগিতায় বই প্রকাশ উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কবি ও লেখক পৃথ্বীরাজ সেন, নাট্যকর লেখক রাজু দাস এনাদের উপস্থিতিতে মূলত বই প্রকাশ পায়।
পরিধি ছাড়িয়ে পাবলিকেশনের বই প্রকাশ

Leave a Reply