কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -স্বামী ত্রৈলোক্যনন্দজি মহারাজ বই প্রকাশ। সন্ন্যাসী কলম ধরেছেন মানুষের জন্য। ডিপ্রেশন হলে ডাক্তারের ওষুধ না খেয়ে যদি বই পড়েই সমস্যার সমাধান হয়,তাহলে সেটাই কি ভালো নয়? স্বামী ত্রৈলোক্যানন্দ মহারাজ সেই কারণেই বই লিখেছেন প্রচলিতের বাইরে। ” প্রচলিতের বাইরে ” বইটি মূলত আমাদের জীবনের সহজতাকে তুলে ধরেছে। আমরা যেমনভাবে নিত্য নৈমিত্তিক ব্যাপারে জড়িত থাকি, তাতে “জীবন বাঁচা”র থেকে “জীবন কাটানো”কে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটা করতে গিয়ে জীবনের অর্ধেকের থেকে বেশি মূল্যবান সময় আমরা দুশ্চিন্তা,ভবিষ্যতের ভাবনা, অতীতের ভয় এসবের মধ্যে কাটিয়ে দিয়ে থাকি। জীবনের নিজস্বতায় ফেরা আর হয়ে ওঠে না। সেই স্বাভাবিক দৃষ্টিই এখানে প্রতিবিম্বিত হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
স্বামী ত্রৈলোক্যনন্দজি মহারাজের বই প্রকাশ

Leave a Reply