খিদিরপুর – রুপাই ঘোষ রিপোর্ট – আজ পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে বাগদেবীর আরাধনা সরস্বতী পুজো হচ্ছে।সরস্বতী পূজা উপলক্ষে খিদিরপুরের হাইরোড সংলগ্ন কাল মার্কস সরণী টিনাখালি মাঠে সংযুক্ত নেপালি কেন্দ্রীয় সেবা সংঘ প্রথম তম বর্ষের রক্তদান শিবিরের আয়োজনকরেন। সংযুক্ত নেপালি সেবা সংঘেরজেনারেলসেক্রেটারি-নার বিক্রম থাপা,ট্রেজারার-রাজুপ্রসাদপ্রধান,প্রেসিডেন্ট-চন্দ্র বাহাদুর সংসদন,সোশ্যাল এক্সিটিভ মেম্বার দেবু গুরুং ইনাদের তত্ত্বাবধানে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।সংযুক্ত নেপালি সেবা সংঘের রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র ববি হাকিম মহাশয়,নেপালের কনসাল্ট জেনারেল ঝাঁক্কা প্রসাদ আচারিয়া,ডেপুটি কনসাল্ট জেনারেল নেপাল জৈনক রাজ ভট্ট,হিট বাহাদুর খারকা, দয়া কিঙ্কর রাম(রাম পেয়ারে রাম পুত্রবধূ)এছাড়াও উপস্থিত ছিলেন আরো অন্নান্য বিশিষ্ট অতিথিবর্গ।
Leave a Reply