
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মানপত্র, মা বৈষ্ণব দেবীর লকেটের হার,মেমেন্টো,সংস্থার মানপত্র প্রদান করে সম্মান দেয়া হয়।এই অনুষ্ঠানে সাংস্কৃতিক ও ভক্তিগীতি সঙ্গীত আয়োজন করা হয়।সাংস্কৃতিক জগতের বিশেষ অতিথির আসনে উপবিষ্ট ছিলেন প্রয়াগরাজ থেকে পূজাকেষর ওয়াণী,দেওঘর থেকে স্নেহা সারগাম,কলকাতা থেকে কুমার অমিত,ধানবাদ থেকে শুভম ভাস্কর এই সংগীত শিল্পীরা অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে কমিটির প্রেসিডেন্ট মোহনলাল সংকার, কমিটি সদস্যগণ বীরেন্দ্র গুপ্তা,মুন্নালাল শংকর ,রূপেশ রাংওয়া, সুরেশ সংকার,গুড়িয়া শংকর,কাজল সংকার ,ডলি দাস,পিংকি সংকার কাজল সংকার ,এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত ছিলেন।
Leave a Reply