অষ্টম বর্ষে মেঘা ব্লাভ ডোনেশন  হেল্থ চেকাপ ক্যাম্প

কোলকাতা – শুভ ঘোষ রিপোর্ট-       অষ্টম তম বর্ষে মেঘা ব্লাভ ডোনেশন এ্যান্ড হেল্থ চেকাপ ক্যাম্প ১১৭ নং ওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি প্রেসিডেন্ট অমিত সিং উদ্যোগে ৫নং ক্যানাল রোডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  এই রক্তদান শিবিরে মোট ১৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। বিশিষ্ট ব্যক্তিগন দের উত্তরীয়,ফুল, মেমেন্টো  দিয়ে সম্মানিত করা হয়। ওয়েলফেয়ার সোসাইটি রক্তদান শিবিরে ছিলেন রাজনৈতিক জগতের বিশিষ্ট অতিথিবর্গ দক্ষিণ কলকাতা সাংসদ মালা রায়,১১৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক সিং মহাশয়,MMIC দেবাশীষ কুমার,প্রাক্তন রাজ্যসভার সদস্য সুভাশিষ চক্রবর্তী,বোরো ৯ চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস,১২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলী ,১৪২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রঘুনাথ পাত্র,শক্তিপদ মন্ডল,১১৯নং ওয়ার্ডের পৌর মাতা কাকুলি বাগ,বেহালার পূর্ব MLA রত্না চ্যাটার্জি,১১৬ নং ওয়ার্ডের পৌরমাতা কৃষ্ণাঙ্গদের সিং,বাবুন ব্যানার্জি,এছাড়া আরো অনেক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *