কল্যাণপুর -শুভ ঘোষ রিপোর্ট -মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোগে এক সামাজিক কর্মকাণ্ড বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। দক্ষিণ ২৪পরগনার জেলার কল্যাণপুর দমদমা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া মা তারাশ্রীতা ভক্তিবৃন্দের উদ্যোগে ২০ তম বর্ষে সকালে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির ঔষধ বিতরন করা হয়।মা তারাশ্রীতা ভক্তবৃন্দ চারটি জায়গায় ব্রাঞ্চ হাওড়া,উত্তর ২৪ পরগনা,দক্ষিণ 24 পরগনা,হুগলিতে অবস্থিত উত্তর ২৪ পরগনা বেলঘরিয়া মা তারাশ্রীতা ভক্তিবৃন্দের সম্পাদক-রক্তিম দাশগুপ্ত মহাশয়,সভাপতি-সঞ্জীব সেন চৌধুরী,সহ-সভাপতি অভিজিৎ গুছাইত,যুগ্ম সম্পাদক-অমিতাভ মন্ডল,সহো-কোষাধক্ষ্য প্রদোষ ভদ্র এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply