কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – কলকাতার বিড়লা একাডেমিতে বিখ্যাত চিত্রশিল্পী শুভপ্রসন্ন মহাশয়ের সৌজন্যে কলকাতা বিড়লা একাডেমি অফ আর্ট এন্ড কালচারে শুভপ্রসন্ন কর্মযাত্রা নামে একটি চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানটি ৪ই মার্চ থেকে ৯ই মার্চ পর্যন্ত প্রত্যেকদিন বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।বিড়লা একাডেমি অফ আর্ট এন্ড কালচারের চেয়ারপার্সন মিসেস জয়শ্রী মেহেতা উপস্থিত ছিলেন।এছাড়া চিত্রশিল্পী সমীর আইচ্,শুবোধ সরকার মহাশয়, সিটি কেবিলের কর্ণধার তিন কড়ি দত্ত মহাশয় ছাড়া আরো অনেক নামকরা অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply