কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -বৌদ্ধ সমিতি ৭৫তম প্রতিষ্ঠাতা বর্ষে রমজান মাস উপলক্ষে বৌদ্ধ বিহার সর্বধর্ম নির্বিশেষে ইফতার মাহফিলে আয়োজন করেন। রমজান উপলক্ষে বৌদ্ধ সমিতির বুদ্ধ বিহারে, টালিগঞ্জ ম্যুর এভিনিউ বুদ্ধ সমিতির ৭৫তম প্রতিষ্ঠা ডক্টর অরুনজ্যোতি ভিক্ষু ভান্তে ও সহযোগিতায় ইন্টারন্যাশনাল হিউমান রাইটস কাউন্সিল উদ্যোগে হয়।রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস,চাইনিজ কনসাল্ট জেনারেল কিং ইয়ং, আমেরিকার কনসাল্ট জেনারেল এলী জাবেথ, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল প্রেসিডেন্ট সুকুমার দাস,তৃণমূল মাইনরোটি সেলের স্টেট অরগানাইজেশন সেক্রেটারি মুস্তাফী হাসমি সহো বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply