কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -তরুণ সংঘ ও কোলকাতা রিস্তা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কাঁদাপাড়া ফুলবাগান তরুণ সংঘের রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। ফুলবাগানের ৩১ নম্বর ওয়ার্ডের তরুণ সংঘের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডঃ সন্তোষ গিরী কলকাতার রিস্তা সমাজসেবক সংস্থা ডিরেক্টর, সমাজসেবীকা রেখা শর্মা, মানিকতলা কেন্দ্রের বিধায়িকা শুপ্তি পান্ডে, কাঁদাপাড়া ফুলবাগান তরুণ সংঘ ক্লাবের সেক্রেটারি বাবলু পাল এছাড়া ক্লাবের আরো অনেক সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply