কুইন এন্ড কিং অফ হার্টস ও ডিভাইনের দ্বিতীয়তম বর্ষের ফ্যাশন ক্যালেন্ডার

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – এন্ড কিং অফ হার্টস ও ডিভাইন কানেকশন সংস্থার উদ্যোগে উন্মোচন হলো তাদের দ্বিতীয়তম বর্ষের ১৪৩২সনে বাংলা নববর্ষ ফ্যাশন ক্যালেন্ডার ডক্টর পামেলা পাল দাস উদ্যোগে। সৌন্দর্য আর আত্মপ্রকাশের এক অনন্য সংকলন পাঞ্জাবেয়াত রেস্টুরেন্টে বাংলা নববর্ষের নতুন ক্যালেন্ডার এর শুভমুক্তি হয়। Queen &King Of Hearts Drvine Connection কর্ণধার ডঃ পামেলা পাল দাস, পৌরমাতা দেবিকা রায়, পৌর পিতা বাসুদেব মন্ডল,নবতারা ফাউন্ডেশন ডাইরেক্টর গৌরব ত্রিবেদী,ডিজাইনার অয়ন ইন্দু, শান্তনু ঠাকুরতা,মডেল ও অভিনেতা জয় ব্যানার্জি, পামেলা পাল দাষ ,গৌরব ত্রিবেদী,রূপ বক্সি অনিন্দিতা রেড্ডি,আরিয়ানা পাল,অনির্বাণ দত্ত,সৌল্য দত্ত বিশ্বাস,রিমি Punjabiyaat.Restaurant And Banquets ম্যানেজার স্বর্ণাভ সেনাপতি, ১০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজু গোস্বামী, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গরা বাংলা নববর্ষের ক্যালেন্ডার এর শুভ সূচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *