
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -প্রণব নগর ভারত সেবা সংঘের সহযোগিতায় রমেশ চন্দ্র পাল মেমোরিয়াল আই ফাউন্ডেশন- ডক্টর মানব পাল (চক্ষু বিশেষজ্ঞ) উনার পিতার স্মৃতি উদ্দেশ্যে চতুর্থতম বর্ষ একটি চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়।গড়িয়ার প্রণব নগর ভারত সেবাশ্রমসংঘ দশটা থেকে দুটো পর্যন্ত চক্ষু পরীক্ষার শিবির এবং ফ্রি চশমা বিতরণী ব্যবস্থা করা হয়। গড়িয়া ভারত সভার সঙ্গে মানব পালের উদ্যোগে সংগীত পরিবেশন দূরদর্শন সংগীতশিল্পী রুনা সাহা,তবলা বাদক মলয় বোস ,শিশুশিল্পী পিয়াসা মল্লিক, আয়ুস্মিতা দে,আকাশ গাঙ্গুলী,উপস্থিত ছিলেন।এর ব্যবস্থাপনায় গড়িয়ার প্রণবনগর ভারত সভা সংঘের অধ্যক্ষ স্বামী ভাস্করনন্দজী মহারাজ,ডক্টর মানব পাল এছাড়া মঠের আরো গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
Leave a Reply