
নিউ ব্যারাকপুর-নিজস্ব প্রতিনিধি – পথচলতি সাধারণ মানুষ কে একটু স্বস্তির তৃষ্ণা নিবারণে শান্তি দিতে আমের ঠান্ডা শরবত নিয়ে হাজির খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বুধবার সকালে বাড়ছে তাপপ্রবাহ। প্রখর দাবদাহ থেকে রক্ষা পেতে শুধু মাত্র ঠান্ডা জল প্রয়োজন। ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশীর উদ্যোগে স্থানীয় তালবান্দা নবকামারগাতি কলোনী মোড় অস্থায়ী জলসত্র শিবির থেকে কয়েক শো পথচলতি সাধারণ মানুষের মধ্যে আমের ঠান্ডা শীতল পানীয় জল বিলি করা হয়। খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশী জানান গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে রক্ষা পেতে পথচলতি সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ আমপান্না ঠান্ডা পানীয় জলের গ্লাস নিয়ে পথচলতি সাধারণ মানুষ, যানবাহন চালক, বাজার দোকানদার কাছে পৌঁছে দিল পঞ্চায়েত সমিতির সদস্যরা ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ রাস্তায় নেমে পরিষেবা দিচ্ছে ।
Leave a Reply