
শ্রীরামপুর -শুভ ঘোষ রিপোর্ট – রথযাত্রার দিন গোনা শুরু হলো ঠাকুরের স্নানযাত্রার মধ্য দিয়ে।
৬২৯ বর্ষে এবার মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব।সকালে জগন্নাথ দেবকে বের করে স্নানমঞ্চে নিয়ে যাওয়া হয়।শুরু হয় স্নানযাত্রা উৎসব।স্নান পিড়ি মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে।রীতি অনুযায়ী স্নানমঞ্চে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। মনে করা হয়,ওই পরিমাণ দুধ-গঙ্গাজলে স্নান করে তিন দেবতার জ্বর আসে।মন্দির বন্ধ রেখে সেবা-শুশ্রূষার পর কবিরাজের পাঁচন খেয়ে তাঁরা সুস্থ হন। সোজা রথের দিন রথে চাপিয়ে তিন দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়।
Leave a Reply