
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – এক বিশ্ব এক স্বাস্থ্য এটাই এবারের যোগ দিবসের বার্তা ছিল।পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে যোগাসনে অংশ নিলেন বিশেষভাবে সক্ষম শিশু কিশোর এবং দৃষ্টিহীন ভাই বোনেরাও। ভারতের সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা ডঃ আশিষ গিরি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর এক বিশ্ব এক স্বাস্থ্য এই বার্তাকে মনে রেখেই আমরা আমাদের সঙ্গে বিশেষ ভাবে সক্ষম ও দৃষ্টিহীন ভাইবোনদের আমন্ত্রণ জানিয়েছিলাম।তাঁরাও আজ যোগাসন করলেন। বিশেষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে সকলেই যোগাসন করেন।দৃষ্টিহীন ভাইবোনরা বলেন,আমাদের এই প্রথম এরকম অভিজ্ঞতা হলো।অসাধারণ লাগল যে যোগাসন আমাদেরও দরকার।আমরা দৃষ্টিহীন তাই কেউ সাহায্য করলে আমরাও পারি।এখানে সেই পরিবেশ পেয়েছি।অসাধারণ অভিজ্ঞতা।
Leave a Reply