কলকাতা- শুভ ঘোষের রিপোর্ট- বাগমারী অধিবাসী বৃন্দ BRS-3 আবাসনের উদ্যোগে একটি সামাজিক অনুষ্ঠাননের আয়োজন করা হয়। বাগমারি অধিবাসীবৃন্দের সহযোগিতায় শ্রী শ্রী ভগবৎ সমাজ ৫১ তম বর্ষের পদার্পণ করলো। এক সপ্তাহব্যাপী এই ভক্তিগীতি অনুষ্ঠানটি চলেছিল । এই দিনে ঠাকুরের ভোগ নিবেদন ও ৩৫০০ জন এলাকাবাসী মানুষের জন্য মহাপ্রভুর প্রসাদ বিতরণে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ীকা সুপ্তি পান্ডে, ৩২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তি রঞ্জন কুন্ডু, বিশিষ্ট সমাজ সেবিকা শ্রেয়া পান্ডে,সমস্ত অনুষ্ঠানটি তত্ত্বাবধানে রাজু চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী উদ্যোগে হয়।
BRS-3 আবাসনের উদ্যোগে একটি সামাজিক অনুষ্ঠান।

Leave a Reply