পবিত্র মহরম দিনে রায়পুর শামুকপোতা কারবালা মাঠে ২৪ তম বর্ষের রক্তদান শিবির

দক্ষিণ 24 পরগনা -শুভ ঘোষ রিপোর্ট – মুক্তি নামক স্বেচ্ছাসেবী সংগঠন ও (JIH)জামায়েত ইসলামী হিন্দ সহযোগিতায় রক্তদান শিবির।পবিত্র মহরম দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়পুর শামুকপোতা কারবালা মাঠে ২৪ তম বর্ষের কারবালার শহীদ স্মরণের প্রতিষ্ঠাতা শেখ মুনাফ আলি উদ্যোগে পশ্চিমবঙ্গ রক্তদান মেলা কমিটির আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ৮০জন রক্তদাতা রক্তদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সাতগাছিয়া MLA মোহন চন্দ নস্কর,বিষ্ণুপুর-২ খাদ্য কমদখ্য নকুলচন্দ মন্ডল,বাখরাহাট গ্রামপঞ্চায়েতপ্রধানবুবাইমাল,খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শিখারানী নষ্কর,মৌলানা সাহেব সাইদুল ইসলাম,সি.নি ডাইরেক্টর অবিনাশ গাইন,ব্রাহ্মণ পুরোহিত রঘুনাথ চক্রবর্তী,কমিটির সম্পাদক সুব্বুন মল্লিক,সেখ সায়ন্তন আলি,আরো অনেক সদস্যগণ শামসুল আলাম মির,শেখ সায়ন্তন আলী,মিশন মল্লিক এছাড়া আরো অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *