
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – শুভ রথযাত্রার পূর্ণ লগ্নে ৬৭ তম বর্ষে নব যুবক সংঘের শ্যামা পূজার কাঠামো সূচনা হয়। ২৭ জুন 2025 শুক্রবার রবীন্দ্র সরণী ট্রাম লাইন সংলগ্ন কুমোরটুলি প্রতিমা শিল্পী মিন্টু পালের কর্মস্থলে আজকে শ্যামা পূজার কাঠমো পুজোর হয়। উত্তর কলকাতার নামকরা শ্যামা পূজার মধ্যে একটি অন্যতম পুজো হলো ফাটাকেষ্টের শ্যামা পূজা। উদ্যোক্তা প্রবন্ধ রায় (ফান্টা দা) এই পূজার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা।
Leave a Reply