
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – হাওড়া লায়ন্স ক্লাব ৬৩ তম বার্ষিক নব নির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণ।লায়ন্স ক্লাব অফ হাওড়া ও লায়েন্স ইন্টারন্যাশনাল ডিসটিক 322B1 উদ্যোগে 63তম নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুষ্ঠান পালিত হয় কলকাতার একটি নামি তাজ বেঙ্গল হোটেলে।লায়ন্স ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট বিজয় জৈন,সেক্রেটারি মুকেশ জৈন,কোষাধক্ষ্য বিনীত জৈন, চেয়ারপারসন শৈল্য জৈন, মমতা জৈন,হাওড়া লায়ন্সক্লাব পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও এডভাইজার পরমেশ্বর লাল সাহা,পবন পরশুরাম দুবে এবং লায়ন্স ক্লাবের সদস্যগন উপস্থিতিতে আজকের এই বার্ষিক শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply