ইন্ডিয়ান রিউমাটোলজি অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – ইন্ডিয়ান রিউমাটোলজি অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা এবং SOAR (সোসাইটি ফর অস্টিও আর্থ্রাইটিস রিসার্চ) এর যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী চিকিৎসকদের সপ্তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতায়। উপস্থিত ছিলেন ডক্টর পরাশর ঘোষ এইচ ও ডি এস এস কে এম, ডঃ পঙ্কজ মন্ডল ডক্টর আসল ঘোষ ডক্টর আরেন হালদার ডক্টর কিরণ শেখ ডক্টর বিশ্বজিৎ ঘোষ প্রমুখ বিশেষজ্ঞ চিকিৎসকরা।প্রথম দিন ওয়াকসপ অনুষ্ঠিত হলো এসএসকেএম অস্ট্রিও আর্থ্রাইটিস সুপার স্পেশালিটি বিল্ডিং এ। এবং দুদিনের কনফারেন্স অনুষ্ঠিত হলো আই টি সি সোনারে উপস্থিত ছিলেন প্রায় ৫০০ এর বেশি চিকিৎসক। হাঁটু ব্যথা হলেই হাঁটু বদলে ফেলতে হবে। বয়স হলেই ব্যথা যন্ত্রণা বাত শরীরে বাসা বাঁধবে। এরকম সমস্ত বস্তা পচা ধারণাকে সমূলে উপড়ে ফেলতে হবে। আগে থেকে যত্ন না নিলে কম বয়সেও আর্থারাইটিসের ব্যথা হতে পারে। ঠিক সময়ে ব্যবস্থা নিলে ৮০ বছরেও দিব্যি হেঁটে চলে সুস্থ স্বাভাবিকভাবে থাকা যেতে পারে। দুদিন ব্যাপী এই আলোচনা সভায় প্রায় ৫০০ জন চিকিৎসক যোগ দেন। বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালা আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *