
হাওড়া – শুভ ঘোষ রিপোর্ট – রথযাত্রা উৎসব হাওড়ার জেলার ২১ নম্বর ওয়ার্ডে সন্তোষী সান্তালিয়ার উদ্যোগে এক হাজার গরীব অসহায় মানুষদের জন্য বই ও খাতা এবং জামাকাপড় ও খাবারের ব্যবস্থা করা হয়। রথযাত্রা হাওড়া জেলার ২১ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা তৃণমূল নেত্রী সন্তোষী সান্তালিয়া রথযাত্রা উৎসবে শামিল হন। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষদের জন্য পাঁপড় ও জিলাপির ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন হাওড়ার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি স্বপন মন্ডল মহাশয়, তৃণমূল নেতা গোরাচাঁদ পাখিরা, বাবলু সান্তালিয়া এবং হাওড়া ব্যাঁটরা ক্লাবের সেক্রেটারি মৃত্যুঞ্জয় ঘোষ এছাড়া আরো অনেক সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply