বাংলা সিনেমা ভূতের পাল্লায় ভূতনাথ

কোলকাতা – শুভ ঘোষ রিপোর্ট- নিউ টাউন নজরুল তীর্থের পেক্ষাগৃহে পরিচালক বিদিশা চ্যাটার্জি সপরিবারে দেখার বাংলা সিনেমা ভূতের পাল্লায় ভূতনাথ প্রিমিয়ার অনুষ্ঠিত হলো । কাহিনী চিত্রনাট্য ও সংলাপ–রুমকি চ্যাটার্জি, প্রধান সহকারী পরিচালক ও কার্যনির্বাহী প্রযোজক– সন্দীপ চট্টোপাধ্যায়। গীতকার-বিদিশা চ্যাটার্জি, সংগীত পরিচালক–প্রাঞ্জল বক্সী, চিত্রগ্রাহক রঞ্জিত মন্ডল, সম্পাদনা শুভজিৎ সিংহ। চিফ গেস্ট- নারায়ণ গোস্বামী,সপ্তর্ষি ব্যানার্জি,কৌশিক বসাক এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ।বিদিষা চ্যাটার্জি বাংলা সিনেমা ভূতের পাল্লায় ভূতনাথ অভিনয় করেছেন খরাজ মুখার্জি,সন্দীপ চ্যাটার্জী, কাঞ্চন মল্লিক,মানসীসাহা,আরিয়ানভৌমিক,রাজুমজুমদার,অন্বেষা চ্যাটার্জি, তরঙ্গ সরকার, আরো অনেক কলাকুশলী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *