কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – এ,আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টি সম্পর্কে এখন আমরা সবাই পরিচিত। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে এখন অনেকে কাজ সহজ হয়েছে।অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বেড়েছে।বর্তমানে ব্যবসা তথ্য নির্ভর হয়ে পড়েছে।যার কাছে যত বেশি সঠিক তথ্য তার ব্যবসা তত বেশি সফল। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সের ব্যবহার করে কিভাবে ব্যবসার বৃদ্ধি ঘটানো যায়।কীভাবেই বা ব্যবসার বিভিন্ন সমস্যার সমাধান করা যায় তা নিয়ে সি, এক্স,ও কনভেনশন নামক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।এই আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন কোম্পানির সি.ই.ও, ব্যাংক সহ টেক কোম্পানির আধিকারিকরা।সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তায় এক্সপার্টরা ও এই আলোচনা সভায় যোগ দেন।নিজেকে আপগ্রেড করার সুযোগ করে দিচ্ছে এই আলোচনা সভা।পাশাপাশি বিভিন্ন কোম্পানির আধিকারিকরা এক জায়গায় জরো হয়ে ব্যবসার উন্নতি কিভাবে করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে ভাব বিনিময় করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মিস্টার সুপ্রকাশ দাস ডিরেক্টর ফিন্যান্স এন্ড অপারেশন টি সি জি ক্রেস্ট, প্রফেসর স্বাগতম দাস ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট এন্ড অনারারি মেন্টার।
সি, এক্স,ও কনভেনশন নামক আলোচনা সভা

Leave a Reply