কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -রক্তদান মহান দান তাই ওল্ড পোস্ট অফিস স্টিড সাম্মি তেওয়ারি ও রাকেশ সিংয়ের নেতৃত্বে রক্তদান শিবিরেরআয়োজন করা হয়। হাইকোর্টের সম্মুখে ৪৫ নম্বর ওয়ার্ড নবযুবক স্পোর্টিং ক্লাব ১৩ তম রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির এবং শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নব যুবক স্পোর্টিং ক্লাবের ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট স্বামী তেওয়ারি, জেনারেল সেক্রেটারি রাকেশ সিং,ট্রেজারার বিকাশ প্রতাপ সিং উপস্থিতিতে মোট ১০০জন রক্তদাতা রক্তদান করেন এবং ৫০০ জন গরিব অসহায় মানুষদের শীতকালীন কম্বল বিতরণ দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সন্তোষ পাঠক মহাশয়,৪২নং ওয়ার্ডের কাউন্সিলার মহেশ শর্মা,৪৫নং নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রেসিডেন্ট কালীনাথ সিং,শিবরাজ বাল্মিকী,সুশীল আগরওয়াল,শিবরতন কারনানিয়া,সমাজসেবী দিলীপ গুপ্তা,বিসেম্বর শর্মা,সঞ্জীব সাউ বিশিষ্ট সাংবাদিক বিবেক শুক্লা আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ।
নবযুবক স্পোর্টিং ক্লাবের ১৩ তম রক্ত দান শিবির

Leave a Reply