কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -ত্বককে সতেজ রাখতে এগিয়ে এলো একটি ঔষধ প্রস্তুতকারক সংস্থা। শীতের মধ্যেই বাজারে এলো রুপ বডি ম্যাসাজ ওয়েল।
ডাঃ এস.সি.দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড, বাংলা তথা দেশের অন্যতম বিশ্বস্ত ঔষধ প্রস্তুতকারক সংস্থা।শীতের মরশুমের এস.সি.দেব বাজারে নিয়ে এলো তাদেরই আয়ুর্বেদিক গবেষণা ভিত্তিক প্রস্তুতি রুপ বডি ম্যাসাজ ওয়েল।চন্দন সহো বিভিন্ন ভেষজ দ্বারা নির্মিত বডি ওয়েল টি অনুষ্ঠানিক উদ্বোধন হলো সংস্থার প্রসাশনিক ভবনে।সংস্থার দাবি শুধুমাত্র শীতকাল নয়,সারা বছর ত্বককে কোমল ও নরম রাখতে সাহায্য করে রুপ বডি ম্যাসাজ ওয়েল।ওলিভ ওয়েল টি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত সংস্থার কর্নধার শ্রী চঞ্চল চন্দ্র দেব।তিনি জানান ডাঃ.এস.সি দেবের প্রতিটি প্রস্তুতি তার সন্তানতূল্য,তাই অলিভ অয়েলর নামকরণেও সেদিক টি গুরুত্ব দেওয়া হয়েছে।তিনি আরও জানান ডাঃ এস সি দেব এর বিশ্বাসযোগ্যতা এখন প্রশ্নাতীত,তাই আদি ও অকৃত্রিম আয়ুর্বেদার উপর ভরষা রেখেই এই প্রস্তুতির নির্মাণ।ইতি মধ্যেই রিউমালিন ট্যাবলেট এবং রিউমালিন ফোর্ট ট্যাবলেট ইতিমধ্যেই সংস্থার নাম অলংকৃত করেছে।হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ঔষধের পাশাপাশি কলেজ,হাসপাতাল,সরকারি চিকিৎসা কেন্দ্রে হোমিওপ্যাথিক ওষুধ সরবরাহ করার পাশাপাশি আবগারি দপ্তরের তত্ত্বাবধানে বিভিন্ন হোমিওপ্যাথিক সংস্থাকে ইথাইল অ্যালকোহল সরবরাহ করে থাকে এই স্বনামধন্য প্রতিষ্ঠান।
শীতের মধ্যেই বাজারে এলো রুপ বডি ম্যাসাজ ওয়েল।

Leave a Reply