কলকাতা -বেহালা- জয় গুহর সাথে তনুশ্রী দাসের রিপোর্ট-প্রত্যেক বছরের মতো এবারও বেহালা ক্যারাম ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয়েছিল সারা বাংলাব্যাপী এক ক্যারাম টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল জেলা থেকে শহরের সকলেই। ১৩২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সঞ্চিতা মিত্রের উপস্থিতিতে এই ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। অল বেঙ্গল সিঙ্গেল হ্যান্ড ক্যারাম খেলা এই প্রতিযোগিতায় সারা বাংলার প্রায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। বেহালার এই ক্যারাম টুর্নামেন্টে ২০২৪-এর এই প্রতিযোগিতা শুরু হয় ১৯শে ডিসেম্বর এবং শেষ হয় বাইশে ডিসেম্বর। চার দিন ধরে এই ক্যারাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বেহালা ক্যারাম ক্লাবের পক্ষ থেকে আশীষ চ্যাটার্জি বলেন, বেহালা ক্যারাম ক্লাবের উদ্যোগে প্রতিবছর সারা পশ্চিমবাংলা জুড়ে এই রেজিস্টার্ড ক্যারাম টুর্নামেন্ট হয়। সারা বাংলা থেকে প্রায় ২০০ জন ক্যারাম খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোট কুড়িটা বোর্ডে এই প্রতিযোগিতার খেলাও অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় এক লক্ষ টাকা ক্যাশ প্রাইজ ছিল। প্রথম পুরস্কার তিরিশ হাজার টাকা ও ট্রফি। দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা ও ট্রফি, এছাড়াও আরো অনেক প্রাইজ ছিল। ২০২৪-এর বিজয়ী হয়েছেন মাননীয় কৃষ্ণেন্দু বাবু।
বেঙ্গল ক্যারাম টুর্নামেন্ট বেহালা ক্যারাম ক্লাবের পরিচালনায়

Leave a Reply