কলকাতা – নিজস্ব প্রতিনিধি -ভুলিনি তোমায়সাপ্তাহিক ধারাবাহিকডিরেক্টর সুদেব ঘোষ পরিচালিত, ও WHITESON Films প্রযোজিত ধারাবাহিকটি সম্প্রতি শুটিং হয়ে গেল। এখানে গল্পটা একটু অন্য রকমের -একটা বস্তির ছেলের সাথে বড়লোক বাড়ির মেয়ের ভালোবাসা গড়ে ওঠে কিন্তু সেটা কোন ভাবেই তার বাবা মেনে নিতে পারে না কিন্তু তার বাবা মেয়েটিকে বুঝতেই দেয় না যে ছেলেটিকে গুন্ডা ভাড়া করে মেরে দিয়েছে। কিন্তু ছেলেটি মারা যায় না উল্টো ঘটনা ঘটে যায় মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা যায়। এই ধারাবাহীকে অভিনয় করেছে হিরো – সুব্রত সরকার নায়িকা মৌসুমী খাতুন,বাপি পাল, গায়ত্রী অধিকারী , মৌমিতা ভীম, অন্বেষা সূত্রধর, ইমন দাস, সেখ ইমতিয়াজ আলী, দেবজিৎ অধিকারী, শিবরাজ দত্ত ,সৌমজিৎ অধিকারী -ক্যামেরাম্যান পার্থ রক্ষিত,মেকআপে- তাপস,ম্যানেজার-রবিন।
সুদেব ঘোষের-ভুলিনি তোমায়

Leave a Reply