কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -মানবসেবার ৪২ তম বর্ষের কুমোরটুলি কিশোর সংঘ উদ্যোগে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের মৃত্যুবার্ষিকী ও স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবস উপলক্ষে উত্তর কলকাতা বলরাম মজুমদার স্টিড গোসাইপাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেন। কুমোরটুলি কিশোর সংঘ সেক্রেটারি বাসুদেব পাল চৌধুরী উদ্যোগে ২০২৪ এর কৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের পুস্তক বিতরণ, সুন্দরবনের ক্যানিং বাসন্তী পাথরপ্রতিমা দূর দূরান্ত থেকে আসা প্রতিবন্ধী ভাই বোনেদের শীতবস্ত্র খাদ্য সামগ্রী ১০০০ অসহায় মানুষদের বিতরণ আয়োজন করা হয়।কুমোরটুলি কিসের সংঘ ৪২তম বর্ষের প্রেসিডেন্ট প্রদীপ দে ক্লাব সদস্য মানিক দত্ত, সঞ্জয় সাহা,পশ্চিমবঙ্গের মাননীয় প্রাক্তন গভর্নর শ্যামল কুমার সেন,সিটি কেবিল কর্ণধার তিনকড়ি দত্ত,প্রফেসর সুব্রত মজুমদার,খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটির জেনারেল সেক্রেটারি লিপিকা সেন চ্যাটার্জী, সমাজসেবী শ্যামল সেন এ ছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
সমাজ সেবামূলক আয়োজন কিশোর সংঘের উদ্যোগে

Leave a Reply