তারামা জেমস এন্ড অস্ট্রোলজি উদ্যোগে জ্যোতিষ সম্মেলন

হাওড়া -শুভ ঘোষের রিপোর্ট -তারামা আদি গুরুকুল ইনস্টিটিউশন এবং রিসার্চ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা বাগনান তিনদিন ব্যাপী ফ্রি জ্যোতিষী সম্মেলন অনুষ্ঠিত হয়।আদি গুরুকুল ইনস্টিটিউশন এন্ড রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম বর্ষে জ্যোতিষ সম্মেলন ও অ্যাওয়ার্ড শিরোমনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর জ্যোতিষ ও তন্ত্র-তান্ত্রিকরা হাজির হন। জ্যোতিষ বিদ্যা ও তার টোটকা প্রসঙ্গে প্রায় সকলেই তাদের মতামত ব্যক্ত করেন। সংগঠনের কর্ণধার তথা সভাপতি জ্যোতিষ আশীষ শাস্ত্রী বলেন এই জ্যোতিষ চর্চার উপর যে দিনদিন মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়ছে।জ্যোতিষ চর্চা বহু পুরানো সেই প্রাচীন বেদের যুগের যজ্ঞের ক্ষেত্রে অনুযায়ী এই জ্যোতিষ চর্চা চলে আসছে।পঞ্জিকা মতে ও ধারা অনুযায়ী এই জ্যোতিষ চর্চা চলে আসছে।দেবগুরু মঞ্চ ও প্রদীপ প্রজ্জলন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে জ্যোতিষ বিদ্যার উপর লেখা ডঃ সন্দীপ চক্রবর্তী রত্নবিজ্ঞান বইটি প্রকাশিত হয়। প্রত্যেককে উত্তরীয় ও ব্যাচ এবং স্মারক দিয়ে সম্মানিত করা হয়।প্রসঙ্গত চাণক্য জ্যোতিষ মহামায়া উপাধি,তন্তগুরু প্রভৃতি অ্যাওয়ার্ড ভূষিত করা হয়।মঞ্চে উপস্থিত ছিলেন জ্যোতিষ শাস্ত্রবীদ ঝূমকি ঘোষাল,পলাশ শাস্ত্রী,অতসী ঘোষ,অচিন্ত্য রতন দেবতিত্ত,ইন্দ্রজিৎ শাস্তি, আচার্য বিবেক কুণ্ডু,বর্শিয়ান জ্যোতিষী কাশীনাথ চৌধুরী, লাইফটাইম অ্যাটেন্ডমেন্ট ওয়ার্ড পান ৮৫ বছরে লাবণ্য চক্রবর্তী.অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিলেন অর্ণব ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *