আদ্যাপীঠ -নিজস্ব প্রতিনিধি – দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী অন্নদা ঠাকুরের ১৩৪ তম জন্মৎসব এবং ১০৪ তম সিদ্ধৎসব ও ৫৮তম আদিষ্ট মন্দিরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাইয়ের উদ্যোগে ৮০০০ জন নরনারায়ণের মধ্যে খাদ্য বিতরণ ও ৫০০০ জন গরিব অসহায় মানুষদের বস্ত্র এবং ৩০০০ জন গরিব মানুষদের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। আজকে মূলত উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, কামারহাটির এম.এল.এ মানষ মুখার্জি, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, আলামিন কলেজের প্রফেসর বৈশাখী ব্যানার্জি, এম.এল.এ নির্মল মাঝি,কামারহাটি মিউনিসিপালিটি চেয়ারম্যান গোপাল সাহা,আলিপুর জর্জ কোর্ট দিলীপ কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জী,ব্যারাকপুরের এস.ডি.ও সৌরভ বারিক এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত ছিলেন।
আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী অন্নদা ঠাকুরের ১৩৪ তম জন্মৎসব

Leave a Reply