নেতাজি মঞ্চ কলকাতা উদ্যোগে এক সমাজ সেবামূলক বার্তা

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট-   নেতাজি মঞ্চ কলকাতা উদ্যোগে এক সমাজ সেবামূলক বার্তাদেওয়া হলো।৩০ তম বর্ষের নেতাজি মঞ্চ কলকাতা প্রেসিডেন্ট ভোলা শংকর উদ্যোগে নেতাজি সুভাষ চন্দ্রবোসের১২৮তমজন্মদিবস উপলক্ষে ৪৫ নং ওয়ার্ড এন,এস,বোস রোডে সম্মুখে বাবলু শংকর সহযোগিতায় কিছু গরিব অসহায় ২৫০জন মানুষদের শীতের কম্বল ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং খাবারও মিষ্টি বিতরণ ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস রায়,সুশীল বাজরিয়া, লক্ষীকান্ত তেওয়ারি, অমিতাভ চক্রবর্তী,তমগ্ন ঘোষ এছাড়া বিশিষ্ট আইনজীবী রিয়া দাস,পূজা শঙ্কর,তনুশ্রী রায়,বিশিষ্ট সাংবাদিক সুমিত মুখার্জী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *