আকাশবার্তা পত্রিকার রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠান

সোনারপুর -শুভ ঘোষ রিপোর্ট -আকাশবার্তা পত্রিকার ২৫ তম বর্ষ উপলক্ষে আকাশ চন্দ্র দাস (সম্পাদক) আকাশবার্তা শাখা অফিসে সোনারপুর শীতলা মন্দির কেলোগড় তরফদারপাড়ায় দুস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষা- সামগ্রী প্রদান গুনিজনদের সংবর্ধনা,কবিতা পাঠ এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আকাশবার্তার পত্রিকার রজত জয়ন্তী বর্ষের উপস্থিত ছিলেন গিটার বাদক শিল্পী পন্ডিত স্বপন সেন,হিউমান রাইটস সি.পি.ডি.আর ইন্ডিয়ার সম্পাদক বিপ্লব ঘোষ মহাশয়,কলকাতা হাইকোর্টের শেরিফ ডাক্তার স্বপন কুমার ঘোষ,সংগীত পরিচালক সুব্রত ঘোষাল,আরবান টাইমস্ পত্রিকার সম্পাদক সৌমিত্র দেব সরকার, অভিনেত্রী শিল্পী চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক তারকনাথ ঘোষ,দ্বারকানাথ দাস,বিশিষ্ট সমাজসেবী পার্থনন্দি, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গরাউপস্থিতছিলেন।                        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *