
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – উত্তর কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ড আরমোনিয়াম হাট গেট ওয়ান সংলগ্ন বড়বাজার ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটি ও ৪৫ নাম্বার ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জয়েন জয় হিন্দ বাহিনী উদ্যোগে সরস্বতী পূজার উপলক্ষে ২৫০জন গরিব অসহায় মানুষদের শাড়ি বিতরণ করা হয়। 45 নম্বর ওয়ার্ড জয় হিন্দ বাহিনী প্রেসিডেন্ট শৈলেস মিশ্রা,সালমান সিদ্দিকী ও কনভেনার দীপক জওলা উদ্যোগে মূলত আজকের এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দ্বারা সিং, রাজেশ সিনহা, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply