
ঐতিহ্যবাহী কলকাতার ইডেন গার্ডেন্স এর অন্তর্ভুক্ত ইডেন উদ্যানের বনভোজন এর স্থান নির্বাচন করা হয়।
বেঙ্গল মিডিয়া ক্লাব এর সদস্য/সদস্যা এবং তাঁদের পরিবার পরিজন ও বান্ধবদের মহামিলনে সকাল থেকে বিকেল পেরিয়ে জমেছিল বার্ষিক বনভোজন এর আসর।
এই পিকনিকের আয়োজনে সকাল থেকেই হাজির ছিলেন কেন্দ্রীয় কমিটির পক্ষে, সম্পাদক কাওসার আলী সপরিবারে, সহ’সভাপতি সোমনাথ খাঁ। সস্ত্রীক অনুপল বিশ্বাস সহ’সভাপতি। কনভেনর মৃত্যুঞ্জয় বিশ্বাস, এছাড়াও নাসির উদ্দিন মল্লিক, মলয় সিনহা, সুরাজ আলী খান,সৌরভ বসু, সৌমিতা রায়, আভেরী চৌধুরী, বর্ষিয়ান ওঙ্কার নাথ বাবু, দিব্যেন্দু রায়, স্বর্ণালী সাউ,সৌরভ দত্ত,অভিজিৎ জানা,সুব্রত বেড়া,নাসিরুদ্দিন আহমেদ,বক্তার শেখ,রূপেশ গুপ্তা,জয়িতা দে,প্রবীর মুখার্জী,রাজ সিনহা,হেনা হায়াত,মহ:মুজতাবা ,আরো অনেকে,বেঙ্গল মিডিয়া ক্লাব এর সাংস্কৃতিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়, “বাংলা সংস্কৃতি মঞ্চ”নামাঙ্কিতএকটি সহযোগী সংস্থা’র।
এছাড়াও মলয় সিনহা’র একটি পর্বতারোহণ বিষয়ক বই এরও আবরণ উন্মোচন হয় বেঙ্গল মিডিয়া ক্লাব এর বার্ষিক বনভোজন২০২৫ এর আঙিনায়।
খাওয়া, আনন্দ, খেলাধুলা, নাচ, গান, কবিতাপাঠ, হইহুল্লোড়, পুরস্কার বিতরণী, নতুন বছরের ক্যালেন্ডার ও সার্টিফিকেট,মেমেন্টো, মেডেল, নতুন সদস্যদের ক্লাবের আই.কার্ড প্রদান ইত্যাদির আয়োজন করা হয়েছিল।
Leave a Reply