
কোলকাতা- শুভ ঘোষ রিপোর্ট-পারুল প্রকাশনীর কর্ণধার গৌরদাস সাহার ৭৫তম জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে গ্রন্থপ্রকাশ ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান। কলকাতা ও আগরতলায় অধিষ্ঠিত পূর্ব ভারতের বিশিষ্ট প্রকাশনা সংস্থা পারুল প্রকাশনীর কর্ণধার গৌরদাস সাহা ৭৫বছরে পদার্পণ করলেন। এই উপলক্ষ্যে, তার সংস্থার কর্মীদের উদ্যোগে একটি গ্রন্থপ্রকাশ ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।পাঠ্যবইয়ের জগতের বিবিধ উজ্জ্বল প্রকাশনার পাশাপাশি বাংলা সাহিত্যের উন্নতিকল্পে তার ব্যতিক্রমী অবদানের নথি হিসেবে প্রকাশিত হবে অপরাজিত। বহুবিশিষ্ট লেখকের মনোজ্ঞ রচনায় ঋদ্ধ এই বইটিতে প্রকাশিত হয়েছে শিক্ষক থেকে প্রকাশক গৌরদাস সাহার নেতৃত্বে পারুল প্রকাশনীর ক্রমোত্থানের ইতিহাস। চঞ্চলকুমার ঘোষ সম্পাদিত বইটির আনুষ্ঠানিক উন্মোচন করলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি মহারাজ।এই
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত সংগীতশিল্পী সিদ্ধার্থশঙ্কর রায়, যিনি সিধু নামে পরিচিত। ১৯৮১ সালে ত্রিপুরার আগরতলায় প্রতিষ্ঠিত প্রকাশনী শুধু পাঠ্যপুস্তক প্রকাশনাতেই নয়,আধুনিক বাংলা সাহিত্যের উন্নতিকল্পেও নিবেদিত।
Leave a Reply