১১১ তম বর্ষ উপলক্ষে ২০০০ কুমারী পূজার আয়োজন।

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – রামনবমী শুভ লগ্নে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যামা প্রাপ্তির ১১১ তম বর্ষ উপলক্ষে ২০০০ কুমারী পূজার আয়োজনকরা হয় । প্রত্যেক বছরের ন্যায় এই বছরও  রামনবমী শুভ সন্ধিক্ষণ কলকাতার দক্ষিণেশ্বর আদ্যাপীঠে তিথি নক্ষত্র অনুযায়ী বাসন্তী পূজা ও রামনবমীর দিনে আদ্যামায়ের ছোট্ট কন্যারূপের পূজো হেতু  কুমারী পূজার আয়োজন করা হয়।আদ্যাপীঠের এই বিশেষ অনুষ্ঠানটি জনসম্মুখে তুলে ধরার উদ্দেশ্যে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এখানে প্রায় ২০০০ এর মত শিশু কন্যা অংশগ্রহণ করে।বঙ্গদেশের চট্টগ্রাম জেলার গুজরা গ্রামে ১৩২৭ সালে চৈত্র মাসে অন্নদাচরণ ঠাকুরের সৌজন্যে এই কুমারী পুজো প্রথম শুরু হয়।তিনি ২৮ টি আসন ২৮টি পুজোর থালা ২৮টি কুমারীকে পুজো করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *