
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – মৌলালির সেনকো এন্ড ডায়মন্ডস শোরুমে আগামী বাংলা নববর্ষ উপলক্ষে একটা সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়। আগামী পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়াতে উপলক্ষে বিশেষ ছাড়ের ও গিফট আয়োজন করা হয়। বাংলা নববর্ষ শুরুতে সোনা কিনে নিজেদের বাড়িতে আনলে বাঙালি তথা সমস্ত মানবজাতিরি সৌভাগ্য ও উন্নতি হয়। সোনা ও হীরে পল্কি ও অ্যান্টাক জুয়েলারি নিত্য নতুন ধরনের ডিজাইনের গহনা প্রতিটা মানুষের মোন ছুঁয়ে যায়। পাশাপাশি সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর নামটাই মানুষের কাছে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গিয়েছে। সেন্ড সেনকো গোল্ডর ১৭৫ টির বেশি শোরুম রয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এম ডি ও সি.ই.ও শুভঙ্কর সেন মহাশয়।
Leave a Reply