শ্রী গুরু সঙ্ঘের জলসত্র ৪৮০ কেজির দই এর ঘোল

নববারাকপুর-নিজস্ব প্রতিনিধি – শ্রী গুরু সঙ্ঘ নববারাকপুর মধ্যমগ্রাম আঞ্চলিক শাখার জলসত্র শিবির শীতল জল বাতাসা দিয়ে নিউ বারাকপুর প্লাটফর্মে ১ লা বৈশাখ মাস থেকে শুরু হয়। এক মাস ব্যাপী শেষে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৪৮০ কেজি দই এর ঘোল শরবত বিলি করা হয় হাজার হাজার মানুষের মধ্যে । শ্রী গুরু সঙ্ঘের সন্ন্যাসী থেকে মহিলা ও পুরুষ ভক্ত রা দুধ দই এর ঘোল শরবত গ্লাস মানুষের হাতে তুলে দিলেন।ট্রেন থেকে নিত্যযাত্রী ও পথচলতি সাধারণ মানুষ ও দই এর ঘোল সেবন করে পরম তৃপ্তি লাভ করে এই প্রখর দাবদাহ থেকে রক্ষা পেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *