
কলকাতা- শুভ ঘোষ রিপোর্ট – বাঙালিয়ানার”মঙ্গলসূচি” মাটির গন্ধে রূপকথার এখনও বেঁচে আছে মাটির গানে,বাংলার তালে, কাশফুলের গন্ধে,ঢোলের শব্দে,বাংলার সুরের তালে এক অভিনব জমজমাট অনুষ্ঠান মঙ্গলসূচি অনুষ্ঠিত হলো চন্দ্রিমা বসুর নিবেদিত। বাঙালিয়ানার ফ্যাশন শো এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো যার আয়োজক ছিল চন্দ্রিমা বাসু। তার সংস্থা আর,আর,হাউস অফ এন্টারটেনমেন্ট পরিকল্পনা ও রূপায়ণে মোশনে সিনে পিকচার্স।পঞ্চম বর্ষের নিবেদিত “মঙ্গলসূচি” চন্দ্রিমা বাসুর বাঙালিয়ানার রূপকথার গল্প,ভাবনা এবং পরিকল্পনা ও রূপকথার সুশান্ত সরকার ও মৃন্ময় সরকার। বাঙালিয়ান আর মঙ্গলসূচির রূপকথার গল্পে অভিনয় করেছেন অভিনেতা অনিন্দ্য সরকার,পলাশ অধিকারী, নবগতা অদ্রিজা রায় চৌধুরী, সাগর সিনহা,অভিনেত্রী দেবিকা মুখার্জি,চন্দ্রিমা বাসু, এছাড়া আরো অনেক খুদে শিল্পীরা। বাঙালিয়ানার পঞ্চম বর্ষের মঙ্গলসূচী অনুষ্ঠানটি পোশাক ও অলংকার দিয়েছেন চন্দ্রিমা বাসু সংস্থা আর,আর,ফ্যাশন হ্যাভ। পরিচালক সুমিত কুন্ডু,সংগীত পরিবেশন করেছেন সৌমিক ও শিউলি সমাদ্দার,ক্যামেরা প্রমিত রায়।
Leave a Reply