দীঘা – শুভ ঘোষ রিপোর্ট – এন. এস. টাটা কাইকোসিন সামার ক্যাম্প এর ক্যাম্প অনুষ্টান সম্পপ্ন হলো। দীঘা সৈকত কিনারায় অল ইন্ডিয়া টাটা কাই কাইকোসিন সামার ক্যাম্প ২০২৫ হয়। এন.এস.টাটা কিউকোসিন ক্যারাটের অর্গানাইজেশন অল ইন্ডিয়া গড়িয়া সংগঠনের সভাপতি নির্মল সাহা (সিহান) পদমর্যাদায় সন্মানিত করা হয় দীঘায়।অল ইন্ডিয়া কাইকোসিনের উদ্যোগে পাঁচদিন ব্যাপী ২৫শে মে থেকে ২৯শে মে মাসের ২০২৫ মেদিনীপুর জেলার দিঘা ক্যারাটে সামার ক্যাম্পএর আয়োজন করা হয়।পাঁচ দিনের ক্যাম্পের ১৫০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই ক্যারাটে ক্যাম্পে।এই পাঁচ বছর সামার ক্যাম্পে ক্যারাটে সিহান নির্মল সাহা তার বিভিন্ন ছাত্র সেনসী পদমর্যদাপূর্ণ ক্যারাটে দীক্ষিত গুরু পরিমল দে,বুদ্ধদেব বোস,দেবাশীষ মন্ডল,প্রদীপ কর্মকার,শেখ এস,কে সইফুদ্দিন,অঙ্কিতা সাহা,সায়ন দ্বীপ সাহা,অমিত মাইতি,এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে সমুদ্রের মধ্যে ক্যাম্প করার উন্মাদনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ক্যাম্প করার সময় সমুদ্রে প্র্যাকটিস এর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অল ইন্ডিয়া টাটা কাই কাইকোসিন সামার ক্যাম্প

Leave a Reply