জাগরণ মান্ডালি ও মহাদেব তালাও ব্যায়াম সমিতির  মা বৈষ্ণ দেবী পূজা

কলকাতা-রুপাই ঘোষ রিপোর্ট -মাঝেরহাট মেট্রো স্টেশন সংলগ্ন ও মহাদেব তালাও জাগরণ মান্ডালি ও মহাদেব তালাও ব্যায়াম সমিতির পক্ষ থেকে ১৮ তম বর্ষপূর্তি উপলক্ষে মা বৈষ্ণ দেবী একটি পূজা ও হোম যজ্ঞ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মানপত্র, মা বৈষ্ণব দেবীর লকেটের হার,মেমেন্টো,সংস্থার মানপত্র প্রদান করে সম্মান দেয়া হয়।এই অনুষ্ঠানে সাংস্কৃতিক ও ভক্তিগীতি সঙ্গীত আয়োজন করা হয়।সাংস্কৃতিক জগতের বিশেষ অতিথির আসনে উপবিষ্ট ছিলেন প্রয়াগরাজ থেকে পূজাকেষর ওয়াণী,দেওঘর থেকে স্নেহা সারগাম,কলকাতা থেকে কুমার অমিত,ধানবাদ থেকে শুভম ভাস্কর এই সংগীত শিল্পীরা অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে কমিটির প্রেসিডেন্ট মোহনলাল সংকার, কমিটি সদস্যগণ বীরেন্দ্র গুপ্তা,মুন্নালাল শংকর ,রূপেশ রাংওয়া, সুরেশ  সংকার,গুড়িয়া শংকর,কাজল সংকার ,ডলি দাস,পিংকি সংকার কাজল সংকার ,এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *